রংপুরে জোড়া লাগা যমজ শিশু দুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মাননীয় স্পিকার
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ পৌরসভাধীন গাড়াবেড় গ্রামে ভূমিহীন কৃষক রানু মিয়ার স্ত্রী মোছাঃ ঋতু বেগম গত ২৪ ফেব্রুয়ারী রাতে রংপুর মেডিকেল কলেজে পেটজোড়া লাগা জমজ কন্যা সন্তান জন্ম দেন।পেট জোড়া লাগা যমজ শিশু দুটির অপারেশনের মাধ্যমে পৃথক করার মত আর্থিক সঙ্গতি নেই ভুমিহীন দম্পতির।
তারা মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পীকার ও ২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট তাদের নবজাতক পেটজোড়া লাগা জমজ কন্যা সন্তানদ্বয়ের অপারেশনের ব্যবস্থা গ্রহনে অনুরোধ জানান। তাৎক্ষণিকভাবে পীরগঞ্জের এমপি এই অসহায় পরিবারের ডাকে সাড়া দিয়ে পেট জোড়া লাগা যমজ শিশু চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরীর এমপি আর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে রাকিবুল ইসলাম নয়ন । গতকাল সমবার দুপুর দুই টার সময় ঢাকা মেডিক্যাল শিশু ওয়াড HDU তে ভতি করার কাজ সম্পুর্ণ হয়েছে। শিশু দুটির পরিবারের পক্ষ সবার কাছে থেকে দোয়া চেয়েছেন যেন দ্রুত সময় সুস্থ হয়ে ওঠে জোড়া লাগানো শিশু