Bangladesh Rangpur

গাইবান্ধার বাদিয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট শনিবার দুপর ১.৩০ মিনিটে স্থানীয় পুরাতন বাদিয়াখালি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাদিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, বিশেষ অতিথি বাদিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরিদ কবির, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল ইসলাম মানিক ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , ৪নং
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নবী হোসেন,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর আলম
সহ অত্র ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহয়োগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন বাদিয়াখালী মসজিদের ঈমাম মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।
দোয়া ও মোনাজাত শেষে সবাইকে তবারক বিতরন করা হয়।

আরও পড়ুন ঃ বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয় শোক দিবস পালন