Bollywood Tollywood বিনোদন

লকডাউনে যে সব নায়িকারা দিলেন ‘গুড নিউজ’!

করোনার কারণে সবার মত লকডাউনে গৃহবন্দি ছিলেন ভারতের শোবিজ তারকারাও। এই গৃহবন্দির সময়ে যে সব নায়িকারা মা হওয়ার সুখবর দিলে যে নায়িকারা তাদের সম্পর্কে জেনে নিন।

প্রথমেই বিরাট-অনুষ্কা৷ ২৭ অগাস্ট, তাঁরা জানিয়ে দিলেন শীঘ্রই তাঁদের মধ্যে আসছে ছোট্ট সদস্য৷ জানুয়ারি মাসে অনুষ্কার কোল আলো করে আসবে ৷

টলিউডের তারকা দম্পতি রাজ-শুভশ্রী। লকডাউনে তারাও ঘোষণা করেছেন আসন্ন সন্তানের কথা। গর্ভবতী শুভশ্রী। তবে এর মধ্যেই আবার করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ। তবে শুভশ্রীর করোনা টেস্ট নেগেটিভ এসেছে। খুবই সাবধানে থাকছেন তিনি।

নবাব ঘরণী, করিনা কাপুর খান৷ তিনিও দ্বিতীয় সন্তানের কথা জানিয়েছেন৷ আগামী বছর জন্ম নেবে সইফ ও করিনার দ্বিতীয় সন্তান৷ তৈমুর পাবে তার খেলার সঙ্গী৷

পূজা বন্দ্যোপাধ্যায়। তিনিও মা হতে চলেছেন। বাংলা ছবির অভিনেত্রী, যিনি হিন্দি সিরিয়ালের জগতেও বেশ জনপ্রিয়। সন্তানের জন্মের পরই সামাজিক রীতি মেনে বিয়ে করবেন তিনি।

বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অঙ্কিতাও গর্ভবতী। লকডাউনে শুরুর দিকে তিনি নিজেই ফেসবুকে সেই গুড নিউজ দিয়েছিলেন। জানিয়েছিলেন যে, এ বছর সেপ্টেম্বর মা হবেন তিনি।

অন্যদিকে এই লকডাউনের সময়ই সন্তান আসার সুখবর দেন হার্দিক ও স্ত্রী নতাশা। ৩০ শে জুলাই পুত্র সন্তানের জন্ম দেন নতাশা।

তারকা দম্পতি মানেই ব্যস্ততা৷ ফলে দু’জনে একসঙ্গে খুবই কম সময় কাটাতে পারেন এই সব তারকারা৷ সেক্ষেত্রে লকডাউন তাঁদের জন্য কিছুটা হলেও ভাল সময় নিয়ে এসেছিল৷ একসঙ্গে অনেকটা সময় কাটাতে পারলেন এই সব তারকরা স্বামী-স্ত্রীরা৷ তার মধ্যেই করে ফেললেন ফ্যামিলি প্ল্যানিং এবং খুশির খবর পেলেন তাঁদের ভক্তরা৷ সকলের জন্য রইল অনেক শুভকামনা৷