Bangladesh

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরের পীর বাড়ি (আরামবাগ) এলাকায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পীরবাড়ির জাহের মিয়ার পুকুরে এই ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো ওই এলাকার প্রবাসী সাইদুল ইসলামের মেয়ে সামসুন্নাহার (১০) ও নুর ইসলামের মেয়ে মিথিলা (০৭)।

আরও পড়ুনঃ বাসভবনে ঢুকে ইউএনও ওপর হামলা,আহত ২

স্থানীয়রা জানায়, কিভাবে তারা পানিতে পড়লো তা সঠিক ভাবে এখনো বলা যাচ্ছেনা। ধারণা করা হচ্ছে গোসল করতে গিয়ে তারা ডুবে মারা গেছে। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আরিফুল ইসলাম জানান, শিশু দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।