Bangladesh

নবাবগঞ্জে সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দোহার প্রতিনিধিঃ শুক্রবার বিলেক ৫টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দার হাড়ভাংগা ব্রীজে এন মল্লিক পরিবহনের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত।

এ সময় সিএনজি চালক নাম মোঃ খালেদ ছাড়াও জোসেফ বিপুল গোমেজ ও তার স্ত্রী ফ্রোলোরেজ গোমেজ নামে দুজন যাত্রী ঘটনাস্থলে মারা যান।

দূর্ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা দৈনিক আচ্ছা কে জানান, বিকেল ৫টার দিকে ঢাকা থেকে একটি সিএনজি নবাবগঞ্জ বান্দুরা দিকে যাচ্ছিল। এ সময় মাঝিরকান্দা সংলগ্ন নিশিকান্দা ব্রীজের কাছে বিপরীত দিক থেকে আসা বান্দুরা থেকে ঢাকাগামী এন মল্লিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির চালকসহ ৩ জনের তাৎক্ষণিক মৃত্যু হয়। “

নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো নবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তবে এখন পর্যন্ত কারো আটকের কোন খবর পাওয়া যায়নি।

এই ঘটনায় নবাবগঞ্জ থানায় গাড়ির চালক ও হেলপারসহ মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুনঃ ফুটপাত-সড়কে অবৈধ স্থাপনা পাওয়া গেলে নিলামে দেয়া হবেঃআতিকুল ইসলাম