Bangladesh Dhaka

মসজিদ কমিটি সচেতন হলে এ দুর্ঘটনা হতো না: মেয়র আইভী

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনার পেছনে মসজিদ কমিটির সচেতনার অভাব রয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শনিবার বিকেলে সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটির মেয়র বলেন, মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন ছিল। এটা আগেই মেরামতের উচিত ছিল। মসজিদ কমিটির সচেতনতার মারাত্মক অভাব ছিল। তারা সচেতন হলে এ দুর্ঘটনা হতো না।

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

আইভী বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মসজিদের সামনের রাস্তা সম্পর্কে মেয়র আইভী বলেন, ‘সড়কটি আমাদের নয়। এটি ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। কিন্তু এর আগেও নাগরিক সুবিধার্থে আমরা সংস্কার করে দিয়েছিলাম। এবারও করে দেব। ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে।’

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম মিনু, কাউন্সিলর জমশের আলী ঝন্টু ও কবির হোসাইন।

গতকাল শুক্রবার রাতে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে একসঙ্গে ছয়টি এসির বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। তারা সবাই রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।