Cricket খেলাধুলা

বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর হোসেন ইমাম মারা গেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহ খানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হন সাবেক এই সেনা কর্মকর্তা। সেখানেই তার চিকিৎসা চলছিলো। তবে, ধীরে ধীরে তার অবস্থার অবনতি হয়। হোসেন ইমামের শ্বাসকষ্ট ছিলো বলেও জানানো হয়।

শুক্রবার বিকেলে তিনি মারা যান। তবে, মেজর হোসেন করোনা আক্রান্ত ছিলেন কি না তা জানা নেই বিসিবির। ২০১৩ সাল থেকে ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ৬১ বছর বয়সী হোসেন ইমাম। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।