Bangladesh Mymensingh

৪০ ঘণ্টা পর ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ সচল

ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ প্রায় ৪০ ঘণ্টা বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সকালে কেওয়াটখালিতে গ্রিড উপকেন্দ্রে আগুন লাগলে চার জেলায় বিদ্যুৎসরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন ময়মনসিংহ বিভাগের প্রায় সাড়ে ১০ লাখ বিদ্যুৎ গ্রাহক।

আরও পড়ুনঃ ইউএনও ওয়াহিদা খানম এখন অনেকটাই শঙ্কামুক্ত

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ময়মনসিংহ উপ-কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, শুক্রবার রাত ২টা ৫২মিনিটে পুড়ে যাওয়া পাওয়ার গ্রিড ‘টি ওয়ান’ ট্রান্সফরমারটি সচল করা হয়। এরপর থেকেই ময়মনসিংহের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে কেওয়াটখালিতে ওই গ্রিড উপকেন্দ্রের ‘মার্শেলিং বোর্ড ওভারহিটেড’ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।