Bangladesh Chattagram

করোনার কবলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম আজাদ স্ত্রী ও ছেলেসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফৌজদার হাট বিআইটিআইডিতে নমুনা দেয়ার পর রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানানো হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশের করোনা:শীতকালে দ্বিতীয় ওয়েব নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।

তিনি বলেন, ‘স্ত্রী ও এক ছেলেসহ কমিশনার স্যার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বাংলোতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

উল্লেখ্য চট্টগ্রাম বিভাগে করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

এছাড়াও সরকারি ও নির্ধারিত বেসরকারি হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা সেবা ও হোম আইসোলেশন সেন্টার চালুকরণ, সাধারণ বেডের পাশাপাশি ভেন্টিলেটরসহ আইসিইউ বেড স্থাপন, প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ এবং চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ কাজে ভূমিকা রাখেন তিনি।