Bangladesh Politics

আইসিইউতে বিএনপি নেতা রফিকুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কেবিন থেকে আবারো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার চিকিৎসা চলছে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শায়রুল করিব বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রফিকুল ইসলাম মিয়াকে কেবিনে নেয়া হয়েছিল। এরপর শ্বাসকষ্ট শুরু হলে পুনরায় তাকে আইসিইউতে নেয়া হয়। তিনি সেখানে নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন