Bangladesh Dhaka

নরসিংদী থেকে অস্ত্রসহ গ্রেফতার এক

সোমবার (১৪ সেপ্টেম্বর ) ডিবি সদস্য এসআই মোস্তাক আহম্মেদ, এসআই নূরে আলম হোসাইন এবং এএসআই রাহুল মজুমদারের সহায়তায় নরসিংদী মডেল থানা এলাকায় গোয়েন্দা অভিযান পরিচালনা করে নিউটন কর্মকার(২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

এসময় আটককৃত নিউটন কর্মকারের কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ একটি অবৈধ পিস্তল জব্দ করেছে পুলিশ।

আটককৃত নিউটন কর্মকার নরসিংদী জেলার পশ্চিম কান্দা পাড়া এলাকার নারায়ন কর্মকার এর পুত্র।

নরসিংদী মডেল থানায় অস্ত্র নিরোধক আইনে আটককৃত নিউটন কর্মকারের বিরুদ্ধে মমলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।