Cricket খেলাধুলা

আইপিএলে থাকছেন না জনপ্রিয় ধারাভাষ্যকার মায়ান্তি

আইপিএলের ধারাভাষ্যে এবার দেখা যাবে না ভারতের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গারকে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আইপিএল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস।

এ দিকে টুইটারে ফুটফুটে ছেলে সন্তানের ছবি আপলোড করে মা হওয়ার সুসংবাদ জানিয়েছেন মায়ান্তি।

টুইটে স্টার স্পোর্টসকে ধন্যবাদ জানিয়ে এই ধারাভাষ্যকার লেখেন, আইপিএল দেখতে চলেছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন। অনেকে অনুমান করছেন। শেষ পাঁচ বছরে স্টার স্পোর্টসে আমার পরিবার সবচেয়ে হাই প্রোফাইল টুর্নামেন্ট হোস্ট করতে দিয়ে আমাকে সমর্থন জুগিয়ে এসেছে। প্রয়োজনের মুহূর্তেও ওরা আমাকে সমর্থন করেছে। 

তিনি বলেন, যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, আমার প্রয়োজন মত শো সঞ্চালনা করার সুবিধা করে দিয়েছে। ছয় সপ্তাহ আগে স্টুয়ার্ট আর আমার ছেলে সন্তান হয়েছে। জীবন আরও মধুর হয়েছে।

640.jpg