Bangladesh Barishal করোনা ফোকাস

করোনায় আক্রান্ত এমপি পঙ্কজ

বরিশাল-২ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার করোনা শনাক্তের রিপোর্টে পজিটিভ এসেছে। তিনি ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসায় আইসোলেশনে আছেন।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৫৪১ জন, ২২ জনের মৃত্যু

আইসোলেশনে থাকা সংসদ সদস্য পঙ্কজ নাথ শুক্রবার রাতে মুঠোফোনে জানান, গত পরশু (বুধবার) তিনি জ্বরে আক্রান্ত হন। সঙ্গে শরীর ব্যথা অনুভব করেন। এরপর তিনি করোনা পরীক্ষা করান। আজ বিকেলে রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে জ্বর ও শরীর ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই। চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। শারীরিক অবস্থা ভালো।

সংসদ সদস্য পঙ্কজ নাথ সবার কাছে দোয়া চেয়েছেন।

হিজলাও মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই সংসদ সদস্য পঙ্কজ নাথ ত্রাণ বিতরণ কার্যক্রমসহ দলীয় ও সামাজিক কাজ করে গেছেন। এলাকার মানুষের আপদ-বিপদে এগিয়ে গেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

640.jpg