Asia আন্তর্জাতিক

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আহত ৫

গত শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে সামরিক প্রোজেক্টাইল হুথিরার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

দেশটির প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জানায়, জিজান প্রদেশের সীমান্ত এলাকার একটি গ্রামে সামরিক প্রোজেক্টাইল হামলায় পাঁচ বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

এই হামলার ঘটনায় হুথি বিদ্রোহীরা দায় স্বীকার করেছে বলে মিডিল ইস্ট আইইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুনঃকরোনা শেষ হলেও দুই কোটি মেয়ের স্কুলে থেকে ঝরে পড়বে : মালালা

640.jpg