Bangladesh

সাংবাদিক শেখ সাগর আহমেদকে সম্মানহানি ও হুমকি

দৈনিক আস্থা অনলাইন নিউজ পোর্টালের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সাগর আহমেদকে বিভিন্ন সময় নানা ভাবে হুমকি ও সম্মানহানি করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, শেখ সাগর আহমেদ দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক এর বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করছেন।এ প্রতিবেদন তিনি তৈরি করার সময় তিনি দেখেন এলাকায় ছোট বড় কিছু কিছু ছেলে মাদকাসক্ত।

এর মধ্যে গাজা বিক্রি কারি হাওঃ লিঠু( ১৮) অদৃশ্য ভাবে জানতে পারে তাদের প্রতিবেদন তৈরি হচ্ছে। এরপর থেকে শুরু হয় নানা ভাবে হুমকি ও সম্মানহানি করার চেষ্টা।

০২/১০/২০ তারিখ এ হাওঃ লিঠু একটি ভিডিও তৈরি করে সম্মানহানি করার জন্য। তা লাইকি এপ এ আপলোড করে। সেখ সাগর নামে নিজের আইডি রি নেম করে একটি এডিট ভিডিও ছাড়ে যা সাংবাদিক সাগর আহমেদকে সম্নান হানি করার জন্য।

অনুসন্ধান করে জানা যায়, লিঠু এর সকল অপকর্মের শেখ মারুফ(২৮) তাকে সেলটার দেয়।
শেখ সাগর আহমেদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

640.jpg