Dhaka

খাল পরিষ্কার করা সিটি করপোরেশনের কাজ নয়, এটি ওয়াসার কাজ

খাল জলাশয় উদ্ধার বা পরিষ্কার করা সিটি করপোরেশনের কাজ নয়, এটি ওয়াসার কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (০৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে চলমান খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

রাজধানীতে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এ সময় মেয়র আতিক জানান, আগামী ২০ অক্টোবর থেকে ডোবা নালা অপরিষ্কার থাকলে দখলদারদের বিরুদ্ধে জরিমানা করা হবে। যেভাবে এডিশ মশা থেকে নগরবাসকে সুরক্ষা দেয়ার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছিল, তেমনি খাল রক্ষায় ও জরিমানা করবে সিটি করপোরেশন।

বিভিন্ন সংস্থার মালিকানাধীন ১৬টি খাল ও লেক চলতি মাসের মধ্যে পরিষ্কার কাজ সম্পন্ন করবে। বিভিন্ন খাল পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা খাল থেকে ফ্রিজ, স্যুটকেইস, বালিশ ও ডাবের খোসা উদ্ধার করেন।

তিনি আরও জানান, আমাদের গতির সঙ্গে তাদের গতি মিলবে না। খাল দখল উদ্ধারে ৫১০ জন কর্মী কাজ করছে। এদের বেতন আমাদের দিতে হবে। এরপরেও যদি কেউ খাল দখল করে সেখানে জরিমানা করবো। যে সংস্থার কর্মীই হোক, ব্যবস্থা নেবো।

640.jpg