Bangladesh খবর

গভীর শ্রদ্ধায় কিশোরগঞ্জে জেল হত্যা দিবস পালন

রায়হান জামান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ ৩ নভেম্বর। জেল হত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়।

১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ.এইচ.এম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শোক র‌্যালি করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল।

জাতীয় চার নেতার ছবি সংবলিত ফেস্টুন ও কালো পতাকা হাতে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা র‌্যালিতে অংশ নেন। এছাড়া কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জে জাতীয় চার নেতার ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকল কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।