Bangladesh Rangpur

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল  

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাইবান্ধায়  প্রতিবাদ সমাবেশ

 

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ঈমাম ও ওলামা পরিষদের উদ্যোগে ৩০ অক্টোবর শুক্রবার বাদ আছর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বিক্ষোভ মিছিলটি ফুলছড়ি উপজেলা চত্বরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে ফুলছড়ি উপজেলা ঈমাম ওলামা পরিষদের সভাপতি হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ঈমাম ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক মুফতি হারুন অর রশিদ, ফুলছড়ি উপজেলা ইমাম ওলামা পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মাওলানা আবুল খায়ের প্রমুখ।

আরও পড়ুন ঃগাইবান্ধার ফুলছড়িতে বেইলি ব্রীজ ভেঙ্গে সিমেন্ট ভর্তি ট্রাক পানিতে, চালক নিখোঁজ

এসময় নবী প্রেমী মানুষেরা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রদর্শন করেন।
তারা নবীর দুশমনদের ফাঁসির দাবী জানান ।
এছাড়া সকল মুসলমানদের ফ্রান্সের পন্য বয়কট করার আহবান জানান তারা।