DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও মাস্ক বিতরণ

News Editor
নভেম্বর ৪, ২০২০ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

জান্নাতুল আমরিন,গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গত ০৩ নভেম্বর মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের চামটা বাসস্ট্যান্ডের কাছে “নিরাপদ চিকিৎসা চাই” নামে একটি সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং হয়।যেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান যুবরাজ খান সঙ্গে এলাকার সম্মানীয় ব্যাক্তিবর্গ।ক্যাম্পিং এর মাধ্যমে হত-দরিদ্র ও দরিদ্রদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা প্রদান, ওষুধ ও পঙ্গু রোগীদের জন্য বিনামূল্যে হুইলচেয়ার প্রদান করেন।এমন মানবিক কর্মের পিছনে কারন সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির চেয়ারম্যান ইন্জিনিয়ার যুবরাজ খান জানান,গত ১৫ আগস্ট ২০১৮ সালে তার একমাএ শিশু সন্তান ভুল চিকিৎসায় কোলের উপর মারা যান,শোকের জায়গা থেকে সারাদেশের মানুষের কথা ভেবে ভুল চিকিৎসা বা টাকার অভাবে অকালে যেনো কারো মৃতু না হয় এই ভাবনা থেকে তিনি প্রায় দেড় বছর বিভিন্ন জায়গায় এই কার্যক্রম দিয়ে আসছেন।তাহার সহধর্মিণী একজন পেশাগত ডাক্তার।এছাড়া আরও জানান সম্পূর্ণ নিজের টাকায় সবাইকে সেবা দিয়ে আসছেন,এখানে ব্যাক্তিগত বা রাজনৈতিক কোন স্বার্থ নেই।

ক্যাম্পিং এর ভিতর আরো একটি প্রকল্পের ঘোষনা দেন,”জাবির হাসপাতাল লিমিটেড ” নামে হাসপাতাল প্রকোল্প, খুব দ্রুত সদর উপজেলায় কার্যক্রম শুরু হবে যেখানে বিনামূল্যে সেবা দেওয়া হবে শুধু দরিদ্র মানুষের জন্য।”নিরাপদ চিকিৎসা চাই” এর মত আরও সংগঠনের এরকম উদ্যোগ তৈরি হোক সারাদেশে এই প্রত্যাশা এলাকাবাসীর।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭