DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুরো ফেনী অন্ধকার

News Editor
নভেম্বর ৮, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুরো ফেনী অন্ধকার। ফেনী বিদ্যুৎ উপকেন্দ্রে গ্রিডে আগুন লেগেছে। এতে পুরো ফেনী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে নয়টার দিকে ফায়ারসার্ভিস জানায় তারা ঘটনাস্থলে যাচ্ছে।

সংসদে ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড বিল-২০২০’ উত্থাপন

ফেনী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সময় নিউজকে জানিয়েছেন, হঠাৎ করে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এরপরই সেখানে আগুন লাগে। এতে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান, আধা ঘণ্টার মধ্যে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

বিস্তারিত আসছে…

গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটি ও আইন শৃঙ্খলা বিষয়ক অন্যান্য মাসিক সভা ৮ নভেম্বর রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।
গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদেকুর রহমান গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃআ.খ.ম. আখতারুজ্জামান, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার্স মো. আবু খায়ের, এনএসআই’র ডেপুটি ডিরেক্টর, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাইবান্ধা র‌্যাব ক্যাম্প ইনচার্জ, মার্কেটিং অফিসার, জেলার মো. নজরুল ইসলাম, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক প্রমুখ।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারী-নির্যাতন ধর্ষণ প্রতিরোধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ, এবং করোনা পরিস্থিতির দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রন, ওষুধের মূল্য নিয়ন্ত্রন, মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭