DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৭ই এপ্রিল ২০২৪
ঢাকাবুধবার ১৭ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা দোকানঘর ভাংচুর আহত ৩

News Editor
নভেম্বর ১৩, ২০২০ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ বেল্লাল হোসেন নাঈম,নোয়াখালী জেলা  প্রতিনিধিঃ সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা দোকানঘর ভাংচুর আহত ৩। নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্বশত্রুতা জের ধরে সন্ত্রাসী হামলা, দোকানঘর ভাংচুর ও লুটপাট করা হয়। ঘটনাটি ঘটে উপজেলার নাওতোলা গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে। এ সময় দুই সহোদর সহ ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন: আবু সাইদ (৪৩) তার সহোদর আবুল হাসান (৩৮) চাচাতো ভাই জানে আলম মানিক (৩৮)।এদের মধ্যে আবু সাইদের অবস্থা আশঙ্কাজনক।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

জানা যায়, সোনাইমুড়ী পৌরসভার নাওতোলা গ্রামের গণি মুন্সি বাড়ীর আব্দুল খালেকের সাথে একই বাড়ীর মৃত আব্দুল হাকিমের ছেলে সামসুদ্দিন ওরফে মশা মিয়া (৭০) ও তার সহোদর সাহাব উদ্দিন(৬৫) এর সাথে জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

এরই জের ধরে ঘটনার দিন পূর্ব-পরিকল্পিত ভাবে সামসুদ্দিন ও তার সহোদর সাহাব উদ্দিনের নেতৃত্বে মোতাহের ইসলাম রাজন(৩৫), ফখরুল ইসলাম সুজন (৩০), নাদিম হোসেন(২৩), আরমান হোসেন সাকের(২৬), তারেক(২৭), সজিব(৩১) সহ ১০/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের ব্যাবসা প্রতিষ্ঠান ও সম্পত্তির দখলে নেওয়ার চেষ্টা করে বাধা দিলে আব্দুল খালেকের ছেলে আবু সাইদ ও আবুল হাসানকে দেশীয় অস্রশস্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মাথায় কুপিয়ে আহত করে তাদের চিৎকারে চাচাতো ভাই জানে আলম মানিক(৩৮) এগিয়ে এলে তার উপরও সন্ত্রাসীরা হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা দোকানপাট ভাংচুর ও লুটপাট করে।স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
এলাকাবাসী জানায়, আবু সাইদ ও আবুল হাসান বাইপাস সংলগ্ন খালেক এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে ব্যাবসা চালিয়ে আসছিলো।সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা দোকানঘর ভাংচুর আহত

এদিকে একই বাড়ীর সামসুদ্দিন ওরফে মশা মিয়া ও সাহাব উদ্দিন উক্ত সম্পত্তি অনেক দিন থেকে তাদের দাবী করে আসছে। এ সম্পত্তি নিয়ে নোয়াখালী আদালতে মামলা চলমান রয়েছে। এ রিপোর্ট লেখার সময় মামলার প্রস্তুতি চলছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানায় এ বিষয়ে ঘটনানাস্থলে তৎক্ষণাৎ পুলিশ পাঠিয়েছি। মামলা হলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭