পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
- আপডেট সময় : ০৩:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১০২২ বার পড়া হয়েছে
পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং ২৯৮ নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ধানের শীষ ও ফুল তুলে দিয়ে যোগদান করেন।
যোগদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, আওয়ামী লীগের যারা খারাপ তারা পালিয়ে গেছে। যারা ভালো কাজ করবেন তারা আমার সঙ্গে থাকুন। পানছড়ি উপজেলায় বিগত ১৭ বছরে তেমন কোনো উন্নয়ন করেন নাই, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে তার চেয়ে বেশি উন্নয়ন করে দেবো।
যারা যোগদান করেছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করার আহবান জানিয়ে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলে ও বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের সাথে খারাপ ব্যবহার করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে যোগদান অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ন-সম্পাদক এ্যাড. আব্দুল মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু প্রমূখ।
জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সাহেদ হোসেন সুমন সঞ্চালিত সভায় প্রধান অতিথি সবাইকে দলের জন্য কাজ করার আহবান জানান।
সবশেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়।









