DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২৩শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

Ellias Hossain
আগস্ট ৯, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

 

মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৯আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে সুবিধা গ্রহীতাদের মাঝে বাড়িসহ জমি হন্তান্তর করার মধ্য দিয়ে এ ঘোষনা করেন।

আজ বুধবার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে পিরোজপুর প্রান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আহম্মেদ সাজ্জাদ সাব্বির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক সহ উপকার ভোগীরা।

এ কর্মসূচীর আগে জেলার ছয় উপজেলায় ১ম পর্যায়ে ১হাজার ১শ ৭৫টি, ২য় পর্যায় ২হাজার ৪টি ৩য় পর্যায় ১হাজার ১শ ৯৭টি এবং ৪র্থ পর্যায় ১ম ধাপে ৯শটিসহ মোট ৫ হাজার ২শ ৭৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

 

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ৫শ ১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে পিরোজপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।

পিরোজপুর জেলায় সর্বশেষ হালনাগাদ তালিকামতে মোট (ক-শ্রেণির) ভূমিহীন ও গৃহহীন পবিারের মাঝে ৫ হাজার ৭শ ৯০টি প্রদানসহ ১শ ৫টি পুরাতন জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে মোট ৫ হাজার ৮শ ৯৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬