পূজার আগে দাবি মেনে নিতে সরকারের সহযোগিতা চাইলেন চা শ্রমিকরা
- আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১০৯২ বার পড়া হয়েছে
২২ মাসের বকেয়া বোনাস, ৩০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে দেশের সব ক’টি চা বাগানে প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি চলছে। দুর্গাপূজার আগে দাবি মেনে নিতে সরকারের সহযোগিতা চেয়েছেন শ্রমিকরা। চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রোববার সকালে অবস্থান নেন লাক্কাতুরা চা বাগান এলাকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে। ৬ অক্টোবর থেকে দেশের ১৬৬টি চা বাগানের শ্রমিকেরা প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে আন্দোলন করছেন।
মজুরি বৃদ্ধির বিষয়টি ঝুলে থাকায় ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে শ্রমিকদের বোনাস বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সিলেট বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা।
রং নম্বরে পরিচয় তারপর প্রেম, ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণ!
এক লাখ ১৮ হাজার রেজিস্ট্রার শ্রমিকসহ এ, বি, সি এই তিন ক্যাটাগরিতে প্রায় আড়াই লাখ শ্রমিক বর্তমানে ১০২ টাকা প্রতিদিন মজুরি পাচ্ছেন।
















