DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

অনুমতি ছাড়াই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

Astha Desk
অক্টোবর ২৮, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনুমতি ছাড়াই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত

স্টাফ রিপোর্টারঃ

জামায়াতে-ইসলামী অনুমতি না পেলেও আগের ঘোষণা অনুযায়ী আজ শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করতে চায় সংগঠনটি। সব ধরনের বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

একই দিনে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছিল তিন দল। তারা অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ জানিয়ে দেয়, বিএনপি ও আওয়ামী লীগ তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে পারবে। কিন্তু জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

পুলিশের এ ঘোষণার আগে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে এদিন সমন্বয় সভা করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। সভায় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের দিক নিয়ে পর্যালোচনা করা হয়। সুশৃঙ্খলভাবে সমাবেশ বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, কারারুদ্ধ নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবারের মহাসমাবেশ হবে মুক্তিকামী মানুষের জন্য মাইলফলক। মহাসমাবেশ বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সবকিছু উপেক্ষা করে নগরবাসীকে দলে দলে যোগদানের আহ্বান জানাচ্ছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮