DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অবশেষে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

DoinikAstha
মে ৩, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে আফগানিস্তান থেকে প্রত্যাহার হচ্ছে মার্কিন সেনা। শনিবার (১ মে) দেশটি থেকে মার্কিন সেনারা ফিরতে শুরু করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, এরই মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। গত ১ মে সেটিরই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। ২০২০ সালে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছিল তালেবানের সঙ্গে।

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে আফগানিস্তানে অবশিষ্ট আড়াই হাজার মার্কিন সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেন । ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে সেনা প্রত্যাহার শেষ হবে বলেও জানান তিনি।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা এবং প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এ হামলার জন্য তালেবানদের দায়ী করে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০