DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

অল্পদিনে কোটির ঘরে তাদের গান

Doinik Astha
নভেম্বর ১৪, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্কঃ সম্প্রতি এম এ আলম শুভ’র লেখা চল পাখি হয়ে উড়ি গানটি ইতিমধ্যে ১ কোটি ভিউ অতিক্রম করেছে৷ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আভরাল সাহির ও পড়শী। সুর ও সংগীত করেছেন আভরাল সাহির নিজেই৷ মাহমুদ মাহিনের পরিচালনায় ‘হৃদ মাঝারে’ নাটকে গানটি ছিলো। এতে অভিনয়ে ছিলেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। নাটক ও গানটি প্রকাশ হয়েছিলো সুলতান এন্টারটেইনমেন্ট থেকে। কোটি ভিউ অতিক্রম করায় গানটি নিয়ে গীতিকার এম এ আলম শুভ জানান- সংগীত ক্যারিয়ারে এটি আমার প্রথম কোনো গান এক কোটি ভিউ হয়েছে৷ আমি সত্যি খুব আনন্দিত৷ এই গানের সাথে যুক্ত সকলকে অন্তরিক কৃতজ্ঞতা জানাই। অনেক অনেক ভালোবাসা আমার শ্রোতা বন্ধুদের। যাদের ভালোবাসায় আমার এত দূর আসা। এই গানের সাফল্যে শুধু আমার একার নয়। প্রতিটি শ্রোতা এই গানের অংশীদার। সামনে আরও বেশকিছু গান আসছে। আশা রাখছি সে গান গুলোও শ্রোতাদের মন জয় করে নিবে৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।