DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অসহায় শহর আলীর পাশে সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার

Abdullah
আগস্ট ২৪, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

অসহায় শহর আলীর পাশে সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি সদর উপজেলার শালবন গ্রামের অসহায় মোঃ শহর আলীর পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার।

জানা যায়, শালবন এলাকার বাসিন্দা মোহাম্মদ আয়াত আলীর সন্তান শহর আলী বয়সে তরুন হলেও শারিরিকভাবে অসুস্থ। অনেকবার বিভিন্ন সন্ত্রাসী কর্তৃক শারিরিকভাবে নির্যাতনের শিকার হয়ে ভারী কোন কাজ করতে পারেন না।

সচল থাকা অবস্থায় গত ৮ বছর আগে থেকে ৫০/১০০টি করে ইট কিনে ঘরের দেওয়াল গাঁথুনির কাজ শুরু করে ৪ বছর আগে। অর্ধেক দেওয়াল নির্মানের পর বিগত ৪ বছর যাবত অক্ষম হওয়ায় ঘরের কাজ আর এগিয়ে নিতে পারেননি শহর আলী। একটি খুঁপড়ি ঘরে ৩ দিন মজুর ভাই, পিতা-মাতা আর পরিবার পরিজনসহ মোট ১২ জন বাস করে।

আরও জানা যায়, বসত ঘরের নির্মাণ কাজ বাসযোগ্য পর্যায়ে নিয়ে আসতে দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মোঃ জুলহাস উদ্দিনের শরনাপন্ন হলে পত্রিকাটির সম্পাদক সিমেন্ট, টিন, কাঠ কিনতে ৬০ হাজার টাকা সহযোগিতা করে। ফলে ঘরের কাজ প্রায় সম্পন্ন।

খুঁশিতে আত্মহারা শহর আলী বলেন, শেষ ভরসা মনে করে দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মোঃ জুলহাস উদ্দিনের শরনাপন্ন হলে তিনি পত্রিকার তহবিল থেকে সিমেন্ট, টিন, কাঠ কিনে সহযোগিতা করেছে। আমি ঘরের কাজ মোটামুটি সম্পন্ন করতে পারছি। এখন মরলেও শান্তি পাবো।

মোঃ জুলহাস উদ্দিন বলেন, সীমিত আয়ের মধ্যে আমরা অসীম সাহস নিয়ে কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এসময় তিনি এসব অসহায় মানুষদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪