DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র হাতে মিছিলে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর

Online Incharge
মে ২৩, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

অস্ত্র হাতে মিছিলে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর

 

স্টাফ রিপোর্টারঃ

প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সেই মিছিলে অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

 

সোমবার (২২ মে) বিকেলে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোস্তাফিজুর এমপি। সে সময় তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের নেত্রী। তাকে বিএনপির এক নেতা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তাই আর শান্তি নয়, আমরা এবার বিএনপিকে প্রতিরোধ করব। রাস্তায় পেলে আমরা তাদের ছাড় দেব না। বিএনপিকে বলতে চাই, তোমরা আগুন সন্ত্রাস করলে আমরা তোমাদের বের হতে দেব না।

 

বিক্ষোভ মিছিলে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, পৌর মেয়র এডভোকেট তোফায়েল বিন হোসাইন, চেয়ারম্যান শাহাদাত আলম, মুজিবুল হক চৌধুরী, কফিল উদ্দিন, তাজুল ইসলাম, ইবনে আমিন, নীল কণ্ঠ দাশ, উসমান গনি, আ ন ম ফরহাদুল আলম, হামিদ উল্লাহ, মৌলানা আখতার হোসেন প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বলেন, আগামী নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নৌকার নমিনেশন পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এ ধরনের কর্মকাণ্ড করেছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে নিজের লাইসেন্স করা অস্ত্র নিয়ে অংশ নিয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। তবে এটাকে আমি অযৌক্তিক মনে করি না। যেখানে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি নেতারা, সেখানে এমপি নিজের নিরাপত্তার কথা চিন্তা করে অস্ত্র হাতে নিয়েছে এখানে দোষের কিছু নেই।

মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি এ বিষয়ে বলেন, প্রকাশ্য জনসভায় যদি বিএনপি নেতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কবরে পাঠানোর মতো বক্তব্য দিতে পারেন। দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে পারেন। তবে আমি বৈধ অস্ত্র ব্যবহার করে অগ্নি সন্ত্রাসকারী বাহিনীকে প্রতিরোধ করতে মিছিলে অংশ নিলে ক্ষতি কি?

উল্লেখ্য, ২০১৬ সালে নিজের পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহেদকে মারধর করেছিলেন স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। ঘটনার পর এমপির বিরুদ্ধে মামলা করেন নির্বাচন কর্মকর্তা।

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এমপির অশ্লীল গালাগালির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ছাড়া ২০২০ সালের ২৭ জুলাই বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলী আশরাফের মৃত্যুর পর বাঁশখালীতে কোনো মুক্তিযোদ্ধা ছিল না এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৫
  • ৬:৪৬
  • ৮:১১
  • ৫:১০