DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আইএসকে পুনর্গঠিত করার লক্ষ্যেই সোলায়মানিকে হত্যা যুক্তরাষ্ট্র:নাসরুল্লাহ

News Editor
সেপ্টেম্বর ৩০, ২০২০ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) পুনর্গঠিত করার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, এরইমধ্যে আইএসকে আবার সংগঠিত করার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার অজুহাত দাঁড় করাতে দেশটি এ কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : ফিলিস্তিনের পরিবর্তে আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করল কুয়েত 

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলায়মানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

ভাষণে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ফ্রান্সের অযাচিত হস্তক্ষেপেরও সমালোচনা করেছেন সাইয়্যেদ নাসরুল্লাহ। তিনি বলেন, প্যারিস চায় লেবাননের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক শক্তি দৃশ্যপট থেকে সরে দাঁড়াক এবং সংখ্যালঘুরা ক্ষমতা গ্রহণ করুক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]