DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আইন শৃঙ্খলা প্রতিরোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

News Editor
অক্টোবর ৬, ২০২০ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় আইন শৃঙ্খলা প্রতিরোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অধীনে উপজেলার পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার (০৬ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এতে মোট আট টি মামলায় ১৭৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আইন শৃঙ্খলা প্রতিরোধের অংশ হিসেবে হোসেনপুর পৌর এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে লাইসেন্স বিহীন এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে বিস্ফোরক আইন ১৮৮৪ অনুযায়ী চার টি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং চালের মূল্যবৃদ্ধির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এক টি দোকানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। সেইসাথে মাস্ক ব্যবহার না করায় ৩ জনকে ৬০০ টাকা জরিমানা করা হয়।
এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।জনাব ওয়াহিদুজ্জামান জানান, করোনা ভাইরাস প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে এবং এর নিশ্চিতকরণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪