DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরে পানছড়িতে পথসভা

Astha Desk
আগস্ট ২৬, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরে পানছড়িতে পথসভা

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের মাঝে বর্তমান সরকারের ১৫ বছরের উন্নয়ন শীর্ষক পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে ৩ নং সদর ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য আমিরুল বাশার এর আয়োজনে বাস ট্রার্মিনালে এই পথসভা অনুষ্টিত হয়।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক এর সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইউসুফ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমাসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।

 

পথসভায় প্রধান অতিথি বর্তমান আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জামাত-বিএনপি দেশে অরাজকতক সৃষ্টির পায়তারা করছে তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮