ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চট্টগ্রাম ইপিজেডে আগুন নেভাতে সেনা ও নৌবাহিনীর সহায়তা Logo পানছড়ির মধ্যনগরে ভোট ফর ওয়াদুদ ভূইয়া-ভোট ফর ধানের শীষ ক্যাম্পেইন অনুষ্টিত Logo ক্ষতিগ্রস্ত শিক্ষা ও অনুভূতিহীন কর্তৃপক্ষ Logo চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ কলেজে পাস করেনি কেউ! Logo গরমছড়িতে জমি দখল নিয়ে তাণ্ডব, ফটিকছড়িতে বসতবাড়িতে হামলা! Logo চাকসুতে ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের Logo এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের সংখ্যায় বিপর্যয় — মাত্র ৩৪৫ প্রতিষ্ঠান Logo কিশোরগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও লুটপাট Logo নিজের যোগ্যতায় আসতে হবে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর Logo শাহবাগ মোড়ে যান চলাচল শুরু যেহেতু শিক্ষকগণ কেন্দ্রিয় শহীদাঙ্গনে জড়ো।

আওয়ামী লীগকে ভারতের সেবাদাস বানানোর চক্রান্ত চলছে

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / ১০২৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে ভারতের সেবাদাস বানানোর চক্রান্ত চলছে। তিনি বলেছেন, যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা ভুল পথে হাঁটছে। সেই আইয়ুব খান থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদাস বানানোর যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আজকে যে অর্জন, উন্নয়ন, সমৃদ্ধি সবই কিন্তু স্বাধীনতার পিতার হাতে আর মুক্তি হচ্ছে কন্যার হাতে। গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে এক বাইসাইকেল শোভাযাত্রা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ‘সুস্থতার জন্য সাইক্লিং’ শীর্ষক এ শোভাযাত্রার আয়োজন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধুকন্যা যা করেন, বাংলাদেশের স্বার্থেই করেন। স্বার্থ বিকিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা কারও সঙ্গেই কোনো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন না। বিএনপি ও বিরোধী দলের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিদেশে আমাদের (আওয়ামী লীগ) প্রভু নেই, আপনাদের (বিএনপি ও বিরোধী দল) প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু। আপনারা (বিএনপি ও বিরোধী দল) তো হৃদয়ে-চেতনায় স্বাধীনতা ধারণ করেন না। কাজেই একাত্তরের চেতনাও ধারণ করেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিএনপি বা বিরোধী দলের কর্মসূচির পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান বছরব্যাপী সারা দেশে চলবে।’
ওবায়দুল কাদের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ দেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ, এ দেশের উন্নয়ন-অর্জন; সেটাও আওয়ামী লীগের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে। আমাদের নির্বাচনী ইশতিহারে বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার সেটা আমরা পূরণ করব। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে নিয়ে যাবে।’

এ সময় সভাপতির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছে, লাল সবুজের পতাকা দিয়েছে। আমরা আমাদের দেশকে, এই শহরকে ভালোবাসব। তাই আজকে যারা সুস্থ, সচল ও আধুনিক ঢাকার জন্য সাইকেল শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।’
সকাল সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ প্লাজা) থেকে শোভাযাত্রা শুরু হয়। এটি খামারবাড়ি মোড় দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শ্যামলী শিশুমেলা, আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। বাইসাইকেল শোভাযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান প্রমুখ।

ট্যাগস :

আওয়ামী লীগকে ভারতের সেবাদাস বানানোর চক্রান্ত চলছে

আপডেট সময় : ১২:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে ভারতের সেবাদাস বানানোর চক্রান্ত চলছে। তিনি বলেছেন, যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা ভুল পথে হাঁটছে। সেই আইয়ুব খান থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদাস বানানোর যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। আজকে যে অর্জন, উন্নয়ন, সমৃদ্ধি সবই কিন্তু স্বাধীনতার পিতার হাতে আর মুক্তি হচ্ছে কন্যার হাতে। গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জুবিলি) উপলক্ষে এক বাইসাইকেল শোভাযাত্রা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ‘সুস্থতার জন্য সাইক্লিং’ শীর্ষক এ শোভাযাত্রার আয়োজন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধুকন্যা যা করেন, বাংলাদেশের স্বার্থেই করেন। স্বার্থ বিকিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা কারও সঙ্গেই কোনো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন না। বিএনপি ও বিরোধী দলের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিদেশে আমাদের (আওয়ামী লীগ) প্রভু নেই, আপনাদের (বিএনপি ও বিরোধী দল) প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু। আপনারা (বিএনপি ও বিরোধী দল) তো হৃদয়ে-চেতনায় স্বাধীনতা ধারণ করেন না। কাজেই একাত্তরের চেতনাও ধারণ করেন না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিএনপি বা বিরোধী দলের কর্মসূচির পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান বছরব্যাপী সারা দেশে চলবে।’
ওবায়দুল কাদের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ দেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ, এ দেশের উন্নয়ন-অর্জন; সেটাও আওয়ামী লীগের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির সংগ্রাম চলছে। আমাদের নির্বাচনী ইশতিহারে বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার সেটা আমরা পূরণ করব। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে নিয়ে যাবে।’

এ সময় সভাপতির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছে, লাল সবুজের পতাকা দিয়েছে। আমরা আমাদের দেশকে, এই শহরকে ভালোবাসব। তাই আজকে যারা সুস্থ, সচল ও আধুনিক ঢাকার জন্য সাইকেল শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।’
সকাল সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ প্লাজা) থেকে শোভাযাত্রা শুরু হয়। এটি খামারবাড়ি মোড় দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শ্যামলী শিশুমেলা, আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। বাইসাইকেল শোভাযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান প্রমুখ।