আখাউড়ায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরশহরে মোটরসাইকেল চুরি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় মনির সরকার (৩৫) নামে মোটরসাইকেল চোর চক্রের এই সদস্য আটক করা হয়। আটক মনির জেলার আশুগঞ্জের জালাল সরকারের ছেলে।
জানা যায়, সন্ধ্যার দিকে পৌরশহরের সড়ক বাজারের (আগরতলা রোড) মোশাররফ রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রিক হাউজের সামনে থেকে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় দোকান মালিক মোশাররফ ও তার দোকানের কর্মচারীরা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মনির সরকারকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়।
দোকান মালিক মোশাররফ জানায়, চোর চক্রের দুই সদস্য প্রথমে দোকানের সামনে থাকা মোটরসাইকেলটির তালা ভাঙে। পরে সাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমিসহ দোকানের আরো দুইজন সাইকেলের সামনে দাঁড়িয়ে গতিরোধ করি। এসময় সাইকেলের পেছনে বসে থাকা একজন পালিয়ে যায়। আরেকজনকে আমরা হাতেনাতে ধরি। এসময় স্থানীয় লোকজন তাকে পিটুনী দিয়ে তার পেছনে বসে থাকা অপর যুবকের নাম ও পরিচয় জানতে চাই। অনেক পিটুনি দেওয়ার পরও সে মুখ খুলেনি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চোরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।