DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আগামী মেয়াদে ক্ষমতায় গেলে শান্তচুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হবে-পার্বত্যমন্ত্রী

Astha Desk
অক্টোবর ১, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

আগামী মেয়াদে ক্ষমতায় গেলে শান্তচুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হবে-পার্বত্যমন্ত্রী

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

দীর্ঘ দুই দশকের অশান্ত পাহাড়কে শান্তি আনার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন। পাহাড়ের সব জনগোষ্ঠীর স্থায়ী শান্তির জন্যই এই শান্তিচুক্তি। এই চুক্তির যেসব বিষয়াবলী অবাস্তবায়িত রয়েছে, তা আগামী মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় গেলে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। একই সাথে পাহাড়ে উন্নয়নের যে ধারা চলমান আছে তা অব্যাহত থাকবে।

আজ রোববার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে ইউএনডিপি’র সহায়তায় ‘এসআইডি-সিএইচটি’ প্রকল্পের আওতায় সাড়ে ৫ কোটির টাকার কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কর্মসূচিতে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও বাসন্তী চাকমা এমপি প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলার ৪২ হাজার প্রান্তিক ও দুর্গম বাসিন্দাদের জন্য সোলার হোম প্রদান, ২৬ উপজেলার সড়ক অবকাঠামো সম্প্রসারণে সাড়ে ৫শ কোটি টাকার প্রকল্প অনুমোদন, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণে সাড়ে ৭শ কোটি টাকা প্রদান করা হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী ও জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমূখ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে জয়ী করতে হবে।

আরো পড়ুন :  খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

সভা শেষে ৪ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি ছাড়াও ৩শ ৯১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে প্রাণিসম্পদ, মৎস্য, মিশ্র ফল চাষাবাদ, নারীবান্ধব উদ্যোক্তা, তথ্য প্রযুক্তি উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির আওতায় ১ কোটি টাকা ও আপদকালীন ত্রাণ হিসেবে ১শ ৪৬ জনকে ৫৭টি চেক প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]