DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আজ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে

DoinikAstha
ফেব্রুয়ারি ২২, ২০২১ ৫:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় চালান দেশে আসছে আজ সোমবার। তবে ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ার কারণে এদিন কখন ভ্যাকসিন এসে পৌঁছবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার দেশে সিরাম ইনস্টিটিউটে সোল এজেন্ট বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হাসান পাপন বলেন, একুশে ফেব্রুয়ারি এবং রবিবার থাকার কারণে দুই দেশেই সরকারি ছুটি চলছে। আজ (সোমবার) সকালে বিষয়টি নিশ্চিত হতে পারবো যে, কখন দেশে ভ্যাকসিন আসছে। তবে এটি নিশ্চিত যে, সোমবার ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে।

ভ্যাকসিনের দ্বিতীয় চালানের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের ইপিআই কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক বলেন, ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিন আসতে পারে বলে জানিয়েছে বেক্সিমকো। কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে তাদের পক্ষ থেকে কোনো কনফারমেশন লেটার আসেনি। কনফারমেশন লেটার পাওয়ার পর আমরা বিস্তারিত বলতে পারবো।

এর আগে, ১৫ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, ২২ ফেব্রুয়ারি ভ্যাকসিন দ্বিতীয় চালান দেশে আসবে। এদিন ২০ থেকে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন আসতে পারে বলেও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]