DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১০ই জানুয়ারি ২০২৫
ঢাকাশুক্রবার ১০ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু

Doinik Astha
জানুয়ারি ৮, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আজ থেকে তাদের ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দেশব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করছে। আগামী ৭ দিন সারাদেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলবে। ৭ জানুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দফতর সেল) জাহিদ আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদ আহসান জানান, বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত চলবে। এই সাতদিন বিভিন্ন জেলা ও মহানগরে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করা হবে। ঢাকা মহানগরে পুরো সপ্তাহজুড়ে এই কর্মসূচি চলমান থাকবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করবেন এবং জনসংযোগ করবেন। কেন্দ্রীয় নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

জেলাভিত্তিক কর্মসূচির তালিকা

বুধবার (৮ জানুয়ারি): ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা ও চাপাইনবাবগঞ্জ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি): খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর, ফেনী, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, নাটোর, কুষ্টিয়া ও সুনামগঞ্জ।

শুক্রবার (১০ জানুয়ারি): নারায়ণগঞ্জ মহানগর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝালকাঠি, মেহেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও গোপালগঞ্জ।

শনিবার (১১ জানুয়ারি): চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা মহানগর, জামালপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাজীপুর জেলা, নওগাঁ ও হবিগঞ্জ।

রবিবার (১২ জানুয়ারি): সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা, মাগুরা ও লালমনিরহাট।

সোমবার (১৩ জানুয়ারি): রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি ও বগুড়া।

মঙ্গলবার (১৪ জানুয়ারি): নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট, পঞ্চগড়, নোয়াখালী, খুলনা জেলা, যশোর, গাজীপুর মহানগর ও ফরিদপুর।

এই কর্মসূচির মাধ্যমে ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে জনগণকে আরও সচেতন করার লক্ষ্য নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আরো পড়ুন :  বাবার মৃত্যুর সাত দিনপর ১৩ বছরের রিক্সা চালক ছেলের মরদেহ উদ্ধার

এর আগে, ৪ জানুয়ারি যৌথভাবে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, যা ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ৩:৪৯
  • ৫:২৯
  • ৬:৪৮
  • ৬:৪২