আজ বসছে না হাইকোর্ট
- আপডেট সময় : ১০:৪১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ১০৭৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন অ্যাডভোকেট মাহবুবে আলম। তার প্রতি সম্মান জানিয়ে আজ বসছে না সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলম।
বেইলি রোডের বাসায় অ্যাটর্নি জেনারেলের মরদেহ
জ্বর ও গলাব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
গত ১৯ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
আজ অ্যাটর্নি জেনারেলের মরদেহ সুপ্রিম কোর্টে নেয়া হবে। বেলা ১১টায় সেখানে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

























