আদালত চত্বর থেকে আটক ইমরানের দলের মহাসচিব
আস্থা ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের পর এবার আদালত চত্বর থেকে আটক করা হয়েছে তার দলের মহাসচিব আসাদ উমরকে। আজ বুধবার (১০ মে) পিটিআইয়ের জ্যেষ্ঠ এই নেতাকে ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে পুলিশ আটক করে নিয়ে যায়। সূত্র-সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ।
জিও নিউজ অ্যাডভোকেট ফয়সাল চৌধুরী’র বরাত দিয়ে
জানিয়েছে, পিটিআইয়ের মহাসচিব আসাদ উমরকে ইসলামাবাদ হাইকোর্টের চত্বর থেকে অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড আটক করে নিয়ে যায়।
আটক হওয়ার আগে সেখানে তিনি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আবেদন জানাচ্ছিলেন। পিটিআই আইনজীবীরা পুলিশকে বাহিনীকে আটক করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু উমরকে ধরে নিয়ে যাওয়ায় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।