DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে: শামা ওবায়েদ

মামুনুর রশীদ,ফরিদপুর
আগস্ট ১৭, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সরকাররের বিরুদ্ধে বিএনপির গঠনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটের অধীকার ফিরিয়ে নার জন্য নিরপেক্ষ তত্ত্বাবোধক সরকারের অধীনে নির্বাচনের কোন বিলল্প নেই। ভোটের আন্দোলন সংগ্রামে জনগণকে সাথে নিয়েই মাঠে থাকবে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহসাংগঠণিক সম্পাদক মরহুম আছাদ মাতুব্বরের স্বরনে গোয়ালপাড়া গ্রামে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে শোক সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, শাহিনুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক শওকত আলী শরীফসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,গত সোমবার রাতে সালথা উপজেলা বিএনপির সহসাংগঠণিক সম্পাদক আছাদ মাতুব্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এর আগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ১৯ আগষ্ঠ শনিবার বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত উপলক্ষে সালথায় লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল ও নকুলহাটি বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এরপর সালথা উপজেলা বিএনপির সহসাংগঠণিক সম্পাদক মরহুম আছাদ মাতুব্বর স্বরণে গোয়ালপাড়া গ্রামে শোক সভায় যোগ দেন শামা ওবায়েদ রিংকু।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭