ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আপনার শিশু কি মোবাইলে আসক্ত?

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • / ১০১৬ বার পড়া হয়েছে

শহরের বাচ্চারা যখন গেম খেলে বাবা মায়ের একটা কথা বলতে শুনা যায় খেলার মাঠ নেই কি করবে, যদিও বাচ্চাদের মোবাইল দেওয়া হয় তাহলে অনেক বিধিনিষেধ মানতে হয়৷ অথচ এখন গ্রামে বাচ্চাদের দেখি মোবাইল নিয়ে পরে থাকতে, যেখানে সেখানে পাবজি, ফি্রফায়ার গেমস খেলতে দেখা যায়৷ গ্রামেতো অবিরত খেলার মাঠ রয়েছে। রয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অবিরত সুযোগ।

এখন বন্ধু বান্ধব কিংবা সমবয়সী কাজিনরা একত্রিত হলেও যে যার মতো মোবাইল নিয়ে বাস্ত থাকে, আড্ডা যদি হয় গল্পের বিষয়বস্তু থাকে কোন গেমস নিয়ে৷ অথচ টেকনোলজি যে খারাপ তাও না, এটাও দরকার আছে।

আমাদের বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিকে জানতে হবে চিনতে হবে। কিন্তু একটা বিষয়ে সতর্ক থাকা উচিত আপনি টেকনোলজি ব্যবহার করবেন তবে টেকনোলজি যেন আপনাকে ব্যবহার না করে। শুধু ইউটিউব বা গুগল নয় অনেক গেম আছে শিশুদের বুদ্ধিমত্তা সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি করে।

গেম খেলা ভালো কিন্তু অতিরিক্ত আসক্তি হওয়া ক্ষতি। আমরা নিজেরা সচেতন হলে নিয়ন্ত্রণ করা সম্ভব।

লেখকঃ আবদুল্লাহ মোমিন খান
[irp]

আপনার শিশু কি মোবাইলে আসক্ত?

আপডেট সময় : ১০:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

শহরের বাচ্চারা যখন গেম খেলে বাবা মায়ের একটা কথা বলতে শুনা যায় খেলার মাঠ নেই কি করবে, যদিও বাচ্চাদের মোবাইল দেওয়া হয় তাহলে অনেক বিধিনিষেধ মানতে হয়৷ অথচ এখন গ্রামে বাচ্চাদের দেখি মোবাইল নিয়ে পরে থাকতে, যেখানে সেখানে পাবজি, ফি্রফায়ার গেমস খেলতে দেখা যায়৷ গ্রামেতো অবিরত খেলার মাঠ রয়েছে। রয়েছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অবিরত সুযোগ।

এখন বন্ধু বান্ধব কিংবা সমবয়সী কাজিনরা একত্রিত হলেও যে যার মতো মোবাইল নিয়ে বাস্ত থাকে, আড্ডা যদি হয় গল্পের বিষয়বস্তু থাকে কোন গেমস নিয়ে৷ অথচ টেকনোলজি যে খারাপ তাও না, এটাও দরকার আছে।

আমাদের বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিকে জানতে হবে চিনতে হবে। কিন্তু একটা বিষয়ে সতর্ক থাকা উচিত আপনি টেকনোলজি ব্যবহার করবেন তবে টেকনোলজি যেন আপনাকে ব্যবহার না করে। শুধু ইউটিউব বা গুগল নয় অনেক গেম আছে শিশুদের বুদ্ধিমত্তা সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি করে।

গেম খেলা ভালো কিন্তু অতিরিক্ত আসক্তি হওয়া ক্ষতি। আমরা নিজেরা সচেতন হলে নিয়ন্ত্রণ করা সম্ভব।

লেখকঃ আবদুল্লাহ মোমিন খান
[irp]