DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

আবারও ব্যর্থ কোহলি

News Editor
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

একদিকে বিরাট কোহলি। অন্যদিকে রোহিত শর্মা। লড়াই যশপ্রীত বুমরার সঙ্গে এবি ডিভিলিয়ার্সেরও। সোমবারের ধুন্ধুমার ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। ব্যাঙ্গালোর দলে তিনটি পরিবর্তন এনেছে। জাম্পা, উদানা ও গুরকিরত প্রথম একাদশে এসেছেন। অন্যদিকে পুরোদস্তুর ফিট না থাকায় সৌরভ তিওয়ারিকে মাঠের বাইরে রেখে নেমেছে মুম্বই। দলে ঢুকেছেন ঈষাণ কিষাণ। 

শুরুটা ভালই করেছেন ব্যাঙ্গালোরের দুই ওপেনার। মুম্বই বোলারদের আক্রমণের রাস্তা নিয়েছেন অ্যারন ফিঞ্চ। ৩৫ বলে ৫২ করে আউট হন তিনি। সেট হয়ে যাওয়ার পরে বোল্টের বাইরের বলে মারতে গিয়ে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই অজি ওপেনার। ফিঞ্চ আরও কিছুক্ষণ থাকলে ব্যাঙ্গালোর আরও দ্রুত গতিতে রান তুলতে পারত। দেবদত্ত পাদিকল (৩২) ক্রিজে রয়েছেন। বিরাট কোহালি ফের ব্যর্থ। রাহুল চহারের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১১ বলে মাত্র ৩ রান করলেন তিনি। ১৩.২ ওভারে ব্যাঙ্গালোরের রান ২ উইকেটে ৯৮। এখনও পর্যন্ত মুম্বই-ব্যাঙ্গালোরের সাক্ষাৎ হয়েছে ২৭ বার। মুম্বই জিতেছে ১৮ বার। ব্যাঙ্গালোরের জন্য শেষ হাসি তোলা ছিল  ন’বার। 

আইপিএলের লিগ তালিকায় ব্যাঙ্গালোর রয়েছে সাত নম্বরে। অন্য দিকে মুম্বই চার নম্বরে। সময়টা ভাল যাচ্ছে না কোহালিরও। দুটো ম্যাচ খেলেছেন তিনি। রান পাননি। তার উপরে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে লোকেশ রাহুলের ক্যাচ ফেলেছেন দু’ বার। জ্বলে ওঠার দারুণ মঞ্চ উপস্থিত ব্যাঙ্গালোর ক্যাপ্টেনের সামনে। 

আরও পড়ুন: টস জিতে ব্যাঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালো মুম্বাই ইন্ডিয়ান্স

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত নিজেকে প্রয়োগ করতে পারেননি। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দারুণ ভাবে ফিরে আসেন ‘হিটম্যান’। ৮০ রানের ইনিংস খেলেন তিনি। আজকের লড়াই দুই তারকা ব্যাটসম্যানেরও। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১০