আমেরিকায় বন্দুক হামলায় ৬ মাসে নিহত ২০ হাজার
আন্তর্জাতিক ডেস্কঃ
আমেরিকায় বন্দুক হামলায় ৬ মাসে নিহত হয়েছে ২০ হাজার মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর বন্দুক সহিংসতায় এ পর্যন্ত ২০ হাজার ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্দুক ব্যবহার করে আত্মহত্যা করেছেন ১১ হাজার ২শ ৮৬ জন। আজ মঙ্গলবার (২০ জুন) দেশটির গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য প্রকাশ করেছে।
গান ভায়োলেন্স আর্কাইভের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে গত সোমবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে মোট ৩শ ১৮টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহতদের মধ্যে ৭শ ৯ জনের বয়স ১৭ বছরের নিচে। এ বয়সীদের মধ্যে আহতদের সংখ্যা ১ হাজার ৮শ ৯৬ জন।
বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশের বাস যুক্তরাষ্ট্রে। এদেশের ৪৬ শতাংশ নাগরিকের হাতে রয়েছে অস্ত্র। (সূত্র-গান ভায়োলেন্স আর্কাইভ।)
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।