শিরোনাম:
আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১০৬৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
আস্থা ডেস্কঃ
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের হাটখোলা পাঁচলিয়া গ্রামের সাপের কামড়ে মুক্তাকিনা খাতুন ঐশী (১৬) নামে এক স্কুলছাত্রী মারা গেছেন। আজ শুক্রবার (২৫ আগস্ট) সকালে হাসপাতালে তিনি মারা যান। সে পাঁচলিয়া গ্রামের টাইলস মিস্ত্রি শরিফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ঐশীকে সাপে কামড়ায়। এসময় সাপের বিষ নামাতে স্থানীয় কয়েকজন কবিরাজের শরণাপন্ন হয় তার পরিবার। পরে অবস্থা খারাপ হলে মুমূর্ষু অবস্থায় সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, সাপের কামড়ে একজন মারা গেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


























