ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় কেব্‌ল ব্যবসা নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ-৩

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ১০৩৬ বার পড়া হয়েছে

আশুলিয়ায় কেব্‌ল ব্যবসা নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ-৩

সাভার প্রতিনিধিঃ

সাভারের আশুলিয়ায় কেব্‌ল টিভি (ডিশ) ব্যবসার দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। আজ বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া বাজার সংলগ্ন কোহিনুর সরকার মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সকলেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধরা হলো, আশুলিয়ার দুর্গাপুর এলাকার মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৫০), ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর সরকার (৩৮) এবং মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৬)।

গুলিবিদ্ধ মানিক সরকার বলেন, ‘আমরা ১০ বছর ধরে ডিশের ব্যবসা করে আসছি। সন্ধ্যায় অশ্রু, সালমান, মাসুম ও বক্কর আমাদের লাইনের সংযোগ কেটে তাঁদের সংযোগ দিচ্ছিল। এ ঘটনায় অশ্রুর সঙ্গে মোবাইলে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মীমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের সিনিয়রদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়।

তবে বিষয়টি অস্বীকার করে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুম খান বলেন, ঘটনা ঘটেছে শুনেছি। তবে বেশি কিছু জানি না। আমি ওখানে ছিলাম না।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মোঃ আবদুল্লাহিল কাফী বলেন, কেব্‌ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

আশুলিয়ায় কেব্‌ল ব্যবসা নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ-৩

আপডেট সময় : ০২:১৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

আশুলিয়ায় কেব্‌ল ব্যবসা নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ-৩

সাভার প্রতিনিধিঃ

সাভারের আশুলিয়ায় কেব্‌ল টিভি (ডিশ) ব্যবসার দ্বন্দ্বে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। আজ বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া বাজার সংলগ্ন কোহিনুর সরকার মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সকলেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধরা হলো, আশুলিয়ার দুর্গাপুর এলাকার মোতালেব সরকারের ছেলে মানিক সরকার (৫০), ইয়াকুব আলী সরকারের ছেলে সাইদুর সরকার (৩৮) এবং মহিউদ্দিন সরকারের ছেলে শরীফ সরকার (৩৬)।

গুলিবিদ্ধ মানিক সরকার বলেন, ‘আমরা ১০ বছর ধরে ডিশের ব্যবসা করে আসছি। সন্ধ্যায় অশ্রু, সালমান, মাসুম ও বক্কর আমাদের লাইনের সংযোগ কেটে তাঁদের সংযোগ দিচ্ছিল। এ ঘটনায় অশ্রুর সঙ্গে মোবাইলে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মীমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের সিনিয়রদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়।

তবে বিষয়টি অস্বীকার করে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুম খান বলেন, ঘটনা ঘটেছে শুনেছি। তবে বেশি কিছু জানি না। আমি ওখানে ছিলাম না।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মোঃ আবদুল্লাহিল কাফী বলেন, কেব্‌ল টিভির ব্যবসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।