DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আসছে পুষ্পিতা মিত্র’র নতুন গান কান্দিস না

DoinikAstha
নভেম্বর ২০, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আসছে পুষ্পিতা মিত্র’র নতুন গান কান্দিস না

বিনোদন ডেস্ক দৈনিক আস্থা

প্রতিভাবতী গায়িকা পুষ্পিতা মিত্র। গানে গানে জয় করেছেন মানুষের হৃদয়। সেই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন সমৃদ্ধির পথে। এরই ধারাবাহিকতায় খুব শিঘ্রই প্রকাশ হতে যাচ্ছে তার নতুন মৌলিক গান কান্দিস না। গানটির কথা ও সুর এবং সংগীতায়োজন করেছেন সিয়াম সরকার জান।

এ প্রসঙ্গে পুষ্পিতা মিত্র বলেন, “গানটি আমার প্রথমেই খুব ভালো লেগেছিলো, সিয়াম সরকার জান খুব ভালো লিখেছেন; গানটি খুব শিঘ্রই আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।” এ-প্রসঙ্গে সিয়াম সরকার জান বলেন, “পুষ্পিতা মিত্র খুবই প্রিয় একজন গায়িকা আমার।

তার সাথে এর আগে কখনো কাজ করা হয় নি।৷ এটাই প্রথম। ভালো লাগার বিষয় হচ্ছে এই গানটির কথা সুর সংগীতায়োজন আমিই করেছি। মিউজিক ডিরেক্টর এখনো হয়ে উঠতে পারি নি।

আরও অনেক পথ চলার বাকি আছে। পবিত্রদা খুব ভালো মিক্সিং ও মাস্টারিং করেছে গানটার। আশা করি ভালো কিছু হবে।” গত ৭ই নভেম্বর রাজধানীর গুলশানে অবস্থিত দেশের স্বনামধন্য রেকর্ডিং স্টুডিও ইকিউ মিউজিক স্টেশনে গানটির ফাইনাল রেকর্ডিং সম্পন্ন হয়।

গানটি খুব শিঘ্রই শুনতে পাবেন পুষ্পিতা মিত্র’র অফিশিয়াল ইউটিউব ও ইন্টারন্যাশনাল অডিও ভিডিও প্লাটফর্মগুলোতে। চোখ রাখুন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪