DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আহলান সাহলান মাহে রমজান”

Astha Desk
মার্চ ২৩, ২০২৩ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ এজাজুল শেখ/মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ

 

আহলান সাহলান মাহে রমজান” আহলান সাহলান মাহে রমজান, স্বাগত মাহে রমজান, বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনার মাস। খোশ আমদেদ মাহে রমজান, আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়।

 

এই মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কোরান শরীফ, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে।
আমাদের সামনে উপস্থিত হয়েছে মাহে রমজান অর্থাৎ সিয়াম সাধনার মাস। আগামী কাল বৃহস্পতিবার দিবাগত রাঁতে প্রথম সেহারী দিয়ে শুরু হবে পবিত্র মাহে রামাদান। এই মাসে বিশ্ব মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভ নিজেদের আত্মা শুদ্ধির জন্য দিবা-রাত্রি ইবাদাতে মগ্ন থাকেন। সাবান রজব মাসে বিশ্ব মুসলমানরা রমজানের প্রস্তুতি নিয়ে থাকে সাবান শেষে সিয়াম সাধনা শুরু হয় মুসলমানদের রহমত, মাগফিরাত ও নাজাতের সুসংবাদ নিয়া আসে।

 

রমজান (رمضان‎‎ রামাদান,) হল ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যেই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে যা নির্ভরযোগ্য হাদীস দ্বারা প্রমাণিত রমজান সম্পর্কে মহান আল্লাহতালা বলেন:”হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার’: (আল কুরআন)

 

প্রিয় নবীজি (সাঃ) এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা (রাঃ) বলেছেন, রাসুল (সাঃ) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলিম)।
অন্য হাদিসে এসেছে-রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ’: আল হাদিস। ‘রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম’: আল হাদিস। ‘রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে’: আল হাদিস।

আরো পড়ুন :  মধ্যনগরে ১৪৪ ধারা জারি গ্রেফতার নিয়ে বিএনপির দু’গ্রপে উত্তেজনা ভাঙচুর

 

হে ধর্ম প্রান মুসলমানগন আসুন এই পবিত্র মাস টিকে কাজে লাগিয়ে আমরা মহান রবের নৈকট্য অর্জন করি‌‌।
মহান আল্লাহ তায়ালা সকলকে পবিত্র মাহে রমজানের সকল রোজা রাখার তাওফীক দান করুক (আমিন)।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:১৫
  • ৪:২১
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৬:২৪