ইন্দুরকানীতে পানিতে পড়ে শিশু মৃত্যু রোধকল্পে কর্মশালা
মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ
পানিতে পড়ে শিশু মৃত্যু রোধকল্পে সচেতনাতা মূলক কর্মশালা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অনুষ্টিত হয়েছে। আজ সোমবার (১৫ মে) এ কর্মশালা অনুষ্টিত হয়।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম এর উদ্যোগে অনুষ্টিত সচেতনাতা মূলক কর্মশালায় অংশগ্রহণ করেন, জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল দপ্তরের বিভাগীয় প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার সকল মসজিদের ইমাম, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যবৃন্দ।
কর্মশালায় উপস্থিত সকলে সম্মিলিত ভাবে পানিতে পড়ে শিশু মৃত্যু রোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করার লক্ষ্যে মত প্রকাশ করেন। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানিতে পড়ে শিশু মৃত্যু রোধকল্পে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।