DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ইমরানের বাড়ি থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার-পুলিশ

Astha Desk
মার্চ ১৯, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইমরানের বাড়ি থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার-পুলিশ

আস্থা ডেস্কঃ


ক্রেন নিয়ে ইমরান খানের লাহোরের জামান পার্কে ক্রেন দিয়ে বাড়ির সদর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এসময় তোশাখানা মামলায় আদালতে হাজিরা দিতে বের হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। অভিযানে দেশটির পুলিশ বাহিনী ইমরানের বাসভবন থেকে অ্যাসল্ট রাইফেল ও বুলেট উদ্ধারের দাবি করেছে। এ ঘটনায় রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে ইমরানের দলের ৬০ জনের বেশি কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।

এদিকে বাড়িতে পুলিশের অভিযানের কথা শুনে ইমরান টুইট করে বলেন, ‘পাঞ্জাব পুলিশ আমার বাড়ি জামান পার্কে হামলা চালিয়েছে, সেখানে আমার স্ত্রী বুশরা বেগম একা। কোন আইনে তারা এমনটা করছে? এটি লন্ডন পরিকল্পনার অংশ। যেখানে একজনকে নিয়োগে সম্মত হতে পলাতক নওয়াজ শরিফকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’

ইমরানের দল পিটিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ভেতরে পুলিশ দলের কর্মীদের পেটাচ্ছে। দলটি বলছে, ঘটনাটি ইমরানের বাসভবনের ভেতরে। আরেক কর্মীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, জামান পার্কের বাড়ির সামনের ফটকের পাশের দেয়াল এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে। এরপর ফটক দিয়ে পুলিশের সদস্যরা ভেতরে প্রবেশ করেন। (খবর জিও নিউজ)।

পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বলেন, পুলিশ ইমরানের বাড়িতে অভিযানের আগে ঘোষণা দেয়, ১৪৪ ধারা জারি হয়েছে, জমায়েত নিষিদ্ধ। এ অভিযানে প্রচুর গুলি ও একে-৪৭ রাইফেল জব্দ করা হয়েছে। এ ছাড়া ককটেল তৈরিতে ব্যবহৃত কাচের বোতল ও পুলিশের ওপর আক্রমণে ব্যবহৃত মার্বেল উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, ইমরানের বাড়ি থেকে পাঁচটি কালাশনিকভ রাইফেল উদ্ধার করা হয়েছে। এগুলোর বৈধতা যাচাই করা হচ্ছে। ইমরানের বাড়িতে অভিযান চালাতে বাধা দেওয়ার জন্য কনটেইনার বসানো হয়েছিল। এগুলো এখন পরিষ্কার করা হয়েছে। এ সময় পুলিশ জলকামান, দাঙ্গা পুলিশ, প্রিজন ভ্যান ব্যবহার করেছে। ৬০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে। এ সময় ইমরানের বাড়ির বাইরে বানানো বিভিন্ন অস্থায়ী শিবির উচ্ছেদ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮