DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানকে ফিরে যেতে বললেন বিচারক, শুনানির তারিখ পরে

Astha Desk
মার্চ ১৯, ২০২৩ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইমরান খানকে ফিরে যেতে বললেন বিচারক, শুনানির তারিখ পরে

 

আস্থা ডেস্কঃ

তোশাখানা মামলায় আদালতে হাজির হতে গিয়েও বিশৃঙ্খল পরিবেশের কারণে হাজির হতে পারলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিচারক তাকে তার গাড়ির ভেতর থেকে উপস্থিতি নিশ্চিত করে ফিরে যাওয়ার নির্দেশ দেন, ইসলামাবাদে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল এ নির্দেশ দেন।

 

ইমরান খান প্রায় ৫ ঘণ্টার পথ পাড়ি দিয়ে ইসলামাবাদ আদালতের কাছে উপস্থিত হন। কিন্তু তার সমর্থকরা পথ আটকে ধরেন। তারা ইমরানকে আদালতে উপস্থিত হতে দেবেন না। এক পর্যায়ে তারা আদালত ভবনের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন জনতা, জবাবে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে আদালত ভবন কাঁদানে গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। এমন অবস্থায় বিচারক বলেছেন, পরিস্থিতি যা, তাতে এই মামলার শুনানি এবং কার্যক্রম চালানো সম্ভব না। তবে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের স্বাক্ষর পাওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে পরে আবার কবে ইমরান খানকে আদালতে হাজিরা দিতে হবে।

 

সাংবাদিকরা জানান, কাঁদানে গ্যাস ছোড়ার সময় যারা আদালত ভবনের ভেতরে ছিলেন তাদের অবস্থা শোচনীয়। ইমরান খান মিডিয়ার কাছে অডিও বার্তায় বলেন, ১৫ মিনিট ধরে আদালত ভবনের দরজার বাইরে অপেক্ষা করছি। প্রবেশের চেষ্টা করছি। কিন্তু তারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। চেকপয়েন্ট বসিয়েছে। দেখে মনে হচ্ছে আমি আদালতে প্রবেশ করি, তারা তা চায় না।

 

ডনের তথ্য মতে, ইমরান খানের সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী। তারা তাকে নিয়ে আদালত চত্বরে প্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮